চণ্ডীতলা ২: হুগলির চন্ডীতলা থানা পুলিশের জঙ্গলপাড়া বাজারে অবৈধভাবে LPG রিফিলিং চক্রের ফাস
চন্ডীতলা থানার অভিযানে হুগলী গ্রামীণ জেলা পুলিশের সাফল্য! শুক্রবার সাংবাদিক বৈঠকে করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের SDPO চন্ডীতলা, তমাল সরকার। প্রসঙ্গত শুক্রবার বিকেলে সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে চণ্ডীতলা থানার পুলিশ জঙ্গলপাড়া বাজারে De Gas Enterprise-এ হানা দিয়ে অবৈধভাবে LPG রিফিলিং করার সময় হাতেনাতে ধরে ফেলে। CNG অটোসহ বিভিন্ন যানবাহনে গ্যাস ভরার বেআইনি পুলিশ আধিকারিকরা অভিযান চালিয়ে ৩৬টি সিলিন্ডার, রিফিলিং সরঞ্জাম, হোজ পাইপ, রেগুলেটর, একাধিক সামগ্রী।