চণ্ডীতলা ২: সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলির কোন্নগরে অনুষ্ঠিত হলো ইউনিটি মার্চ
সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে UNITY MARCH EK BHARAT- AATMANIRBHAR BHARAT DISTRICT LEVEL PADYATRA হুগলির কোন্নগরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন MEMBER OF RAJYA SABHA রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং, শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুমন ঘোষ, ভাইস প্রেসিডেন্ট দিলীপ সিং এবং অন্যান্য বিজেপির নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থকরা।