চণ্ডীতলা ২: চণ্ডীতলা ব্লক–II-এ নতুন বিডিওকে সৌজন্য সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
বুধবার দুপুর দুটো নাগাদ চণ্ডীতলা ব্লক–II-এর নবনিযুক্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখার্জি। বাঙালির অভ্যাসগত আতিথেয়তার ধারায় তাঁকে কুসুমস্তবক ও মিষ্টান্ন দিয়ে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর ব্লকের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে দু’জনের মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।