চণ্ডীতলা ২: হুগলির চন্ডীতলায় প্রবাদ-প্রতিম ডাক্তার সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ১১৫ তম জন্মদিনে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য
মঙ্গলবার হুগলির চন্ডীতলার গরলগাছা জুনিয়ার স্পোর্টিং ময়দান প্রাঙ্গণ গরলগাছা গ্রাম তথা জেলার গর্ব প্রবাদ-প্রতিম চিকিৎসক ডাঃ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ১১৫ তম জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মিন্টর তথা শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মদক্ষ সুবীর মুখার্জি এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা।