কালনা ২: সমুদ্রগড় গৌরাঙ্গ পাড়ায় টোটো চেপে যাওয়ার সময় টোটো চালক দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারলে টোটো উল্টে যখন ১যুবক
কালনার সমুদ্রগড় পঞ্চায়েতের গৌরাঙ্গপাড়ায় টোটোই চেপে যাওয়ার সময় হঠাৎই টোটো চালক একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারলে টোটো উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হয় টোটো তে চেপে যাওয়া যাত্রী ওই যুবক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়