ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের হাতে পায়ে দড়ি বেঁধে তার গায়ে তার গায়ে মারা হচ্ছে আগুন। চিৎকার করছেন বাঁচার জন্য ওই যুবক। কিন্তু ভূতে ধরেছে সেই কুসংস্কার থেকে এমনই অকথ্য অত্যাচার চলছে, গতকাল থেকে ওই যুবকের উপর। এর পরবর্তী সময় আজ বুধবার বিকেলেও সর্বসমক্ষে নয় ঘরের ভিতর কাপড়ের আড়ালে চলছে ভূত ছাড়ানোর কাজ। ভূত ছারাচ্ছেন গ্রামেরই এক মহিলা ওঝা। ঘটনাটি কালনা থানার অন্তর্গত কালনা দু'নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামে।