আজ চাপড়ার হাটখোলা অঞ্চল আমরা ক'জন পরিচালিত নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধনে জননেতা জেবের শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন চাপড়া থানার IC অনিন্দ মুখার্জী, নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমর কুমার ঘোষ, রানাবন্ধ ক্যাথলিক চার্চের পাদ্রী, চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধক্ষ্য রাইহান মোল্লা, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সফিউদ্দিন আহমেদ সহ আরও বিশিষ্ট গুণী জনেরা আর আজ বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।