কাশীপুর: কাশীপুর ব্লকে নতুন বিডিও সাহেব কে ফুল,মিষ্টি দিয়ে সংবর্ধনা বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদার
নতুন বিডিও সাহেব কে ফুল দিয়ে সংবর্ধনা বিজেপি বিধায়কের।মঙ্গলবার কাশীপুর ব্লকে নতুন বিডিও যোগদান করেছেন।এইদিন বিকাল চারটার সময় কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা কাশীপুর ব্লকের নব্য বিডিও সাহেবকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা করলেন।এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরী, মণ্ডল সভাপতি দেবাশীষ মাহাত সহ অন্যান্য নেতৃত্বরা।