ভাতার: শুরু হয়েছে SIR,
দ্বিতীয় দিনে ভাতার ব্লকের বিভিন্ন গ্রামে শুরু হল ফর্ম বিলি
শুরু হয়েছে SIR, দ্বিতীয় দিনে ভাতার ব্লকের বিভিন্ন গ্রামে শুরু হল ফর্ম বিলি, বুধবার ৫:৩০ মিনিট পর্যন্ত এই কাজ করলো সরকারি BLO। সারা রাজ্যের পাশাপাশি ভাতার ব্লকেও শুরু হল SIR ফর্ম বিলি। সরকারি BLO এই ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিলেন। পাশাপাশি কিভাবে এই ফর্ম ফিলাপ করতে হবে সে বিষয়েও নানান পরামর্শ দেন আধিকারিকরা।