ভরতপুর ২: ধুরসুন্ডা জমি বিবাদে মূল অভিযুক্তকে গ্রেফতার শালার পুলিশের হাতে কান্দি আদালতে পেস ১০দিনের পুলিশ হেফাজতের আবেদনে
ধুরসুন্ডা জমি বিবাদে খুন, মূল অভিযুক্ত মিলন শেখ গ্রেফতার শালার পুলিশের হাতে কান্দি আদালতে পেস ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সালার থানার কেস নম্বর ২৮৪/২৫-এর মূল অভিযুক্ত মিলন শেখকে গ্রেফতার করল পুলিশ। গত ১৬ জুন ধুরসুন্ডা গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে আয়ুব শেখকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে। নিহতের স্ত্রী লক্ষ্মী বিবির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল মিলন। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান সীমান্ত থেকে তাকে গ্র