ভরতপুর ২: ভরতপুর ২ ব্লকের বিডিওকে ডেপুটেশন দেওয়া নিয়ে পুলিশ ও DYFI-র কর্মসমর্থকদের সাথে ধ্বস্তাধস্তি
মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ ব্লকের বিডিওকে ডেপুটেশন দেওয়া নিয়ে পুলিশ ও DYFI-র কর্মসমর্থকদের সাথে ধ্বস্তাধস্তি। প্রসঙ্গত, কয়েক দিন আগে দলের রাজ্য সম্মেলনের জন্য দেওয়াল লিখনকে কেন্দ্র করে এক বাম সমর্থকের ওপর চড়াও হয় বেশ কয়েকজন দুস্কৃতি। অভিযোগের আঙ্গুল তোলা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার বিকালে DYFI -এর পক্ষ থেকে দলের রাজ্য নেতৃত্ব ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে ভরতপুর ২ ব্লকের বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশনের কর্মসূচির ডাক দেওয়া হয়।