ভরতপুর ২: সালার থানার OC-র উদ্যোগে সম্প্রীতির বার্তা দিতে আলোচনা সভায় আয়োজন, উপস্থিত SDPO
মুর্শিদাবাদ জেলার সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল এর উদ্যোগে সামাজিক সচেতনতা সহ সম্প্রীতির বার্তা দিতে সালার থানার রবিবার একটি সভা করা হয়। রবিবার দুপুরে এই সভায় উপস্থিত ছিলেন কান্দি SDPO, CI জয়ন্ত শর্মা, সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ এলাকায় ইমাম ও পুরোহিতরা। সভায় বক্তারা বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বাল্য বিবাহ রোধে নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।