ভরতপুর ২: কান্দ্রা ও চুনশহর গ্রাম থেকে মোট ৩৬টি বোমা উদ্ধার করল পুলিশ, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা ও চুনশহর গ্রাম থেকে মোট ৩৬টি বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে চুনশহর থেকে ২১টি বোমা উদ্ধার করার পাশাপাশি বুধবার সকালে কান্দ্রা এলাকায় থেকে ১৫টি বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য জেলা বোম ডিসপোজাল স্কোয়াড়কে খবর দেয়। বুধবার দুপুরে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।