মেখলিগঞ্জ: জামালদহে BSF-র গুলিতে মৃত্যু এক পাচারকারীর, কাঁটাতারের ওপার থেকে দেহ উদ্ধারের চেষ্টা
মেখলিগঞ্জ সীমান্তে BSF-র গুলিতে মৃত্যু এক পাচারকারীর। ঘটনাটি জামালদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার ২০২ খাসবস দ্বারিকামারিতে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী ও বিএসএফ আধিকারিকরা। বিএসএফ সূত্রে খবর, স্থানীয় মিনিরোপা সীমা চৌকি সংলগ্ন এলাকায় গভীর রাতে একদল পাচারকারী এবং BSF-র খণ্ডযুদ্ধ বাধে। আত্মরক্ষার তাগিদে গুলি চালায় BSF।