বহরমপুর: বহরমপুর বাইপাসের স্ট্যান্ড বাজি রুখতে ও বিনা হেলমেটে বাইক আরোহীদের সতর্কীকরণ বহরমপুর থানার পুলিশ প্রশাসনের
বহরমপুর বাইপাস এলাকায় লাগাতার স্টান্ট একদল যুবকের সন্ধ্যা থেকেই চলে স্টান্ট প্রতিযোগিতা। এই খবর পৌঁছায় বহরমপুর থানার পুলিশ প্রশাসনের কাছে পুলিশকে রাখা গেল সক্রিয় ভূমিকায়। প্রত্যেককে সচেতন করা হলো প্রশাসনের পক্ষ থেকে তার পাশাপাশি বিনা হেলমেটের বাইক আরোহীদের আরো বেশি বেশি করে সেভ লাইফ সম্পর্কিত তথ্য ও সতর্কীকরণ করা হলো প্রশাসনের পক্ষ থেকে।