করণদিঘি: করনদিঘির টুঙ্গিদিঘিতে জলছত্র উদ্বোধন করলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল
টুঙ্গিদিঘিতে জলছত্র উদ্বোধন করলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার বিকালে এই জল ছত্র উদ্বোধন করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল৷ উপস্থিত ছিলেন BJP নেতা অমিত সাহা, আপিল সিংহ সহ বিশিষ্টরা। এই জলছত্রে প্রচুর পুজা দর্শনার্থীদের জল পান করতে দেখা যায়।