করণদিঘি: যমরাজকে দিয়ে অভিনব পদ্ধতিতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচী পালিত হোলো করনদিঘির টুঙ্গিদিঘীতে
যমরাজকে দিয়ে অভিনব পদ্ধতিতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচী পালিত হোলো করনদিঘির টুঙ্গিদিঘীতে, করনদিঘি ট্রাফিক পুলিশের তরফে এই কর্মসুচী পালন করা হয়। বুধবার রাতে করনদিঘির ট্রাফিক ওসি সামিম ইকবাল আনসারি জানান, এই সপ্তাহে,'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসুচী পালিত হচ্ছে রায়গঞ্জ পুলিশ জেলায়। আমরা যমরাজ ও তার সঙ্গী সাজিয়ে দুই ব্যক্তিকে টুঙ্গিদিঘী এলাকায় ১২ নাম্বার জাতীয় সড়কে সচেতনতার বার্তা দিতে নামিয়ে ছিলাম।