করণদিঘি: এক যুবতী গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য করনদিঘির কাকরমনি এলাকায়
এক যুবতী গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধাররের ঘটনায় চাঞ্চল্য করনদিঘির কাকরমনি এলাকায়। শনিবার দুপুরে ওই গৃহবধুর প্রতিবেশীরা জানান, মৃতার নাম মীরা সিংহ, বাড়ি করনদিঘি ব্লকের পালসা এলাকায়। শুক্রবার রাতে সে বাড়িতেই ছিল। এদিন সকালে ভুট্টার জমিতে জল দিতে আসা লোকেরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে। ডালখোলা থানার পুলিশকে খবর জানায়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছেন।