শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির রিষড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে পৌর প্রধান বিজয় সাগর মিশ্রা
শনিবার হুগলির রিষড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন করেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্রা, উপস্থিত ছিলেন পৌর সদস্য সুখ সাগর মিশ্রা এবং অন্যান্যরা।