শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির শ্রীরামপুরে মা কাজে বেরিয়ে গেলেই ডেকে নিয়ে যেত মেয়েকে! ধর্ষণের অভিযোগে সেই যুবকই এবার শ্রীঘরে
শ্রীরামপুর পৌরসভা অঞ্চলে একটি বাড়িতে মা কাজে বেরিয়ে গেলে তার ১১ বছরের নাবালিকাকে প্রতিদিন ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাশের বাড়ির এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন দীর্ঘদিন ধরে এই কাজ চলছে। গত কয়েকদিন আগে নাবালিকা তার মাকে জানাই পেটে যন্ত্রণা হচ্ছে এবং তার সাথে নোংরা কাজ করেছে পাশের বাড়ির ওই ব্যক্তি। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার ওই ব্যক্তি। অভিযুক্তর কঠোরতম শাস্তি চাইছেন পরিবারের সদস্যরা।