খড়গপুর ২: মাদপুরে জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্য বোঝাই ১২ চাকার লরি
জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্য বোঝাই ১২ চাকার লরি! বুধবার বেলা আড়াইটা নাগাদ খড়গপুর ২নং ব্লকের মাদপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। জানা যায়, ১২ চাকার ওই বিশাল লরিটি কারখানার সামগ্রী নিয়ে খড়গপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। মাদপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পলাতক চালক ও খালাসি। তদন্ত শুরু করেছে পুলিশ।