খড়গপুর ২: খড়্গপুর ২ ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক বর্জন কর্মসূচীতে BDO, Joint BDO সহ অন্যান্যরা
আজ মঙ্গলবার খড়্গপুর ২ ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক বর্জন কর্মসূচী অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন খড়্গপুর ২ ব্লকের বিডিও সুব্রত ঘোষ, জয়েন্ট bdo দীপঙ্কর রায়, পঞ্চায়েত প্রধান সোমা ভক্তা মান্না, সঞ্চালক সেক দিলসাত সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ ও VRP মেম্বারগন। এদিন লছমাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান করেন তারা। যত্র তত্র পড়ে থাকা প্লাস্টিক পরিষ্কার করা করান।