খড়গপুর ২: খড়গপুর ২ ব্লক জুড়ে বাংলার বাড়ির উপভোক্তা এবার ১২২০০, সার্ভে সম্পন্ন: জানালেন তৃষিত মাইতি
খড়গপুর ২ ব্লক জুড়ে এবার বাংলার বাড়ি পেতে চলেছেন প্রায় ১২২০০ উপভোক্তা, যাদের সার্ভে সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই বলে জানিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতি তৃষিত মাইতি। তিনি বলেন-কোন জন প্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সম্পূর্ণ প্রশাসনিক আধিকারিকদের সার্ভে দ্বারা সমস্ত নথি যাচাই করা হয়েছে। ইতিমধ্যেই উপভোক্তাদের একাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে বুধবার থেকেই