কালিয়াচক ১: কালিয়াচকের নাবালিকাকে শ্লীলতাহানি, বেধড়ক মার অভিযুক্তকে, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ
কালিয়াচকের চাঁদপুর এলাকায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই টোটো চালক স্কুলে নিয়ে যাওয়ার জন্য ফের নাবালিকাকে আনতে গেলে বিষয়টি জানতে পারে নাবালিকার পরিবারের লোকজন।এরপরই নাবালিকার পরিবারের লোকজন বেধড়ক মারামারি অভিযুক্ত ওই টোটোচালককে। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায় নাবালিকার পরিবার ও স্থানীয়রা।