কালিয়াচক ১: কালিয়াচক-১ ব্লকে ১২ জন ভূমিহারার হাতে জমির পাট্টা প্রদান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বপ্নপূরণ এলাকাবাসীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ভূমিহীন মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে কালিয়াচক-১ ব্লকে আজ দুপুর দুটো নাগাদ ১২ জন ভূমিহারার হাতে সরকারি জমির পাট্টা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা।