কালিয়াচক ১: বর্ষা শেষ, তবুও জলমগ্ন দারিয়াপুর-খালতিপুর সড়ক — চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বর্ষা শেষ হলেও জলমগ্ন অবস্থায় পড়ে আছে মালদা জেলার কালিয়াচক ১ নম্বর ব্লকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর থেকে খালতিপুর স্টেশন পর্যন্ত সংযোগকারী রাস্তা। দীর্ঘদিন ধরে এই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে, ফলে স্থানীয়দের নিত্যযাত্রায় চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিবারই বর্ষার পর এই রাস্তা কাদায় ভরে যায়।