বলাগড়: বলাগরের সোমরা গণবাণী পেক্ষাগৃহছ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন
বলাগরের সোমরা গণবাণী পেক্ষাগৃহছ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠান শেষে আজ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় রেল যাত্রীদের স্বার্থে এবং রেল যাত্রীদের সুরক্ষায় ১৯৭৫ সালে তৈরি হয় হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। আজ এই সংগঠনের,,