বলাগরের জিরাট কলোনী মাছ বাজার এলাকা থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু কন্যাকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার ওই শিশু কন্যাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল পুলিশ । আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন জিরাটের কেবলপারা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বছর পাঁচেকে শিশু কন্যাকে তার এক ভ্যানচালক দাদু মামার বাড়ি কোবরা পাঁচপাড়া নিয়ে যাচ্ছিল নিজের মটর ভ্যানে করে। আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ জিরাট কলোনী মাছ,,