বলাগড় বিজেপি মন্ডল একের পক্ষ থেকে নকশা মোর সংলগ্ন এলাকায় পরিবর্তন সভা হলো আজ। সভার শেষে আজ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন বলাগর বিধানসভার বিজেপি মন্ডল একের পক্ষ থেকে নাকসা মোড় সংলগ্ন এলাকায় এই পরিবর্তন সভা করা হয়। মুলত এস আই আর ও সি এ এ নিয়ে রাজ্যে শাসক দল তৃণমূল ও সিপিএমের অপপ্রচারের বিরুদ্ধে এবং আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের,,