কালনার ১৬ নম্বর ওয়ার্ডের বড় মিত্রপাড়ায় জন্মগত অন্ধ মেয়ে একটি ভাঙ্গা পাঁচিল ডিঙিয়ে পারাপার করতে হয় তাদের পারাপার করতে গিয়ে অন্ধ মেয়ের মা বৃদ্ধা দুটি হাত এবং পা ভেঙে গেছে পাশের বাড়ির একটি সহযোগিতায় কোনরকমে পানীয় জল থেকে সমস্ত রকম সহযোগিতা পেয়ে জীবন যাপন করছেন অসহায় ওই মহিলারা টালির ছাউনি টিনের বেড়া দেওয়া ঘরে বসবাস করে পাইনি কোন সরকারি ঘর দুঃখের দিন কাটাচ্ছেন তিন জন অসহায় মহিলা