বেলডাঙা ১: বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান
দিন কয়েক ধরেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর জুড়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে তাজা বোমা এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হলো। আজ আকাশ পথে চালানো হয় নজরদারি৷ সেখান থেকেও পুলিশের জালে উঠে আসে একাধিক বোমা, এই বোমা উদ্ধারের ঘটনায় যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করা হবে তাদেরকে দেওয়া হবে কঠোর শাস্তি ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার আর এই বোমা উত্তারে ঘটনায় সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক