চাঁচল ২: এসআইআর আতঙ্কের মাঝে ভাকরিতে ভোট রক্ষা শিবির, মাঠে নামলেন আব্দুর রহিম বকসি
চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর এনামুরাশেন ফর্ম বিলি। বাড়ি ফর্ম বিলির কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা। জীবনে প্রথম এমন প্রক্রিয়া নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকে। ভোটার তালিকায় কারও নাম ভুল, ২০০২ সালের খসড়া তালিকায় কারও নাম থাকলেও এপিক নম্বর নেই। কেউ আবার এসআইর চলাকালীন ভিনরাজ্যে রয়েছেন। একাধিক সমস্যা সুরাহা করার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য জেলাজুড়ে বাংলার ভোট রক্ষা শিবির করেছে তৃণমূল কংগ্রেস।