কালিয়াচক ২: ফাঁকা মাঠে তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য গঙ্গাপ্রসাদ গ্রামে
ফাঁকা মাঠে নির্জন এলাকায় তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মুখ ঢাকা ওড়নায়। মাথায় আঘাত। আঘাত শরীরেও। মালদার মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রামের কাছে ফাঁকা মাঠে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর দেহ উদ্ধার। আপাতভাবে গ্রামের বাসিন্দারা চিনতে পারছেন না ওই মহিলাকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তরুণী অন্য কোনো এলাকার বাসিন্দা। ফাঁকা নির্জন মাঠে তাঁকে এনে খুন করা হয়েছে। অথবা অন্যত্র খুন করে ফেলে দিয়ে গেছে দূস্কৃতীরা। তবে যে মাঠে দেহ পাওয়া গেছে সেখানে মানুষের খুব কম যাতায়ত।