কালিয়াচক ২: ঘেরা ভগবানপুরে সৎ ভাইয়ের সাথে মারপিট, মাথা ফাটল এক ব্যক্তির।
সৎ ভাইয়ের সাথে মারপিটের জেরে মাথা ফাটল এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আনিকুল শেখ। সে ঘেরা ভগবানপুর ডুব্রি মোড় এলাকার বাসিন্দা। আনিকুলের সাথে তার সৎ ভাই মজিবুরের জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বচসা ছিল। সোমবার রাতে দু পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। তখনই একে অপরের সাথে মারপিটে জড়িয়ে পড়ে তারা। তাতেই মাথা ফাটে আনিকুলের।