পুরশুড়া: দৃষ্টিহীন পশ্চিমপাড়া হাইস্কুলের শিক্ষককে ভোটের ডিউটিদেওয়াই তা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারে শিক্ষক
দৃষ্টিহীন স্কুল শিক্ষককে ভোটের ডিউটিদেওয়াই তাথেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারে শিক্ষক।বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ জানা যায় প্রতিবারের মত এবারেও ভোটের ডিউটি পড়েছে পুরশুড়ার পশ্চিমপাড়া হাইস্কুলের ১০০% দৃষ্টিহীন শিক্ষক সমীর ধারার।তার বাড়ি ধাপধারা এলাকায়।লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে তাঁর নাম এসেছে ৷ডিউটি থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি।তবে কোনো কোন উত্তর পাননি।এদিকে ভোট এগিয়ে আসছে তাই স্ত্রীকে সাথে নিয়েই এঅফিস সেঅফিস ঘুরছেন