পুরশুড়ার সোদপুর এলাকা থেকে প্রায় ১০০লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুরশুড়া আবগারি বিভাগ। আজ এই দুই গ্রেপ্তার হাওয়া ব্যক্তিকে আরামবাগ আদালতে পেশ করলো আবগারি বিভাগ। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি তথ্য জানা যায় নি।
পুরশুড়া: পুরশুড়ার সোদপুর থেকে ১০০লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার ২ আরামবাগ আদালতে গ্রেপ্তার হাওয়া দুই ব্যক্তিকে পেশ করলো আবগারি দপ্তর - Pursura News