পুরশুড়া: পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েতের পারভোশুট এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ৫০ উর্দ্ধ ব্যক্তি ময়নাতদন্তে পাঠালো পুলিশ
দুপুর ১টা নাগাদ পুরশুড়ার শ্যামপুর পঞ্চায়েত এলাকার পারভোশুটের এক ৫০উর্দ্ধ ব্যক্তি নিজস্ব বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে জানা যায়।মৃত ব্যক্তির নাম জয়ন্ত পোড়েল।পরিবার সূত্রের খবর দীর্ঘদিন রোগে ভুগছিলো জয়ন্ত পোড়েল। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুরশুড়া থানার পুলিশ থানায় নিয়ে আসে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।