হরিশ্চন্দ্রপুর ২: মিশপাড়া জামিয়া তাইয়েবা মাদ্রাসার উন্নয়নে বিশাল ধর্মীয় জালসা অনুষ্ঠিত
হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত সুলতানগর অঞ্চলের মিশপাড়া জামিয়া তাইয়েবা মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে এক বিশাল ধর্মীয় জালসার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জালসায় দূরদূরান্ত থেকে ভক্ত-শ্রোতারা ভিড় জমান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, জালসা কমিটির সদস্য এবং এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।