ময়নাগুড়ি: ময়নাগুড়িতে এক মহিলার গলার চেইন ছিড়ে নিয়ে গেল বাইকে করে আসা দুই দুষ্কৃতিকারী,থানায় অভিযোগ দায়ের
ময়নাগুড়িতে এক মহিলার গলার চেইন ছিড়ে নিয়ে গেল বাইকে করে আসা দুই দুষ্কৃতিকারী। ময়নাগুড়ি সুভাষ নগর উচ্চ বিদ্যালয়ের পাশে এক মহিলার গলার চেইন ছিনতাই করে পালালো বাইক নিয়ে আসা দুই দুষ্কৃতিকারী। ঘটনাটি ঘটে ময়নাগুড়ি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের সুভাষ নগর উচ্চ বিদ্যালয়ের পাশেই। আক্রান্ত ঐ মহিলা জানান প্রায় তিন ভাগ চেন ছিড়ে নিয়ে চলে যায় দুষ্কৃতিকারীরা বাকি একভাগ চেইন তার গলায় ছিল। এই ঘটনার পর ওই মহিলা প্রচন্ডভাবে আতঙ্কিত হয়ে পড়ে,