ময়নাগুড়ি: ভুরুঙ্গের বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকিট কাউন্টারের কর্মী দেরিতে আসায় ক্ষুব্ধ রোগীর পরিজনেরা #Jansamasya
সোমবার ময়নাগুড়ি ব্লকের ভুরুঙ্গের বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উত্তাল হয়ে ওঠে হাসপাতালে টিকিট কাউন্টার কে ঘিরে। রোগী এবং পরিজনদের অভিযোগ, বহির্বিভাগের টিকিট কাউন্টার সকাল ১১ টা পার হয়ে গেলেও খোলেনি, তার উপর হাসপাতালের স্টাফ জানিয়েছেন যিনি টিকিট প্রদানের দায়িত্বে রয়েছেন তিনি ছুটিতে আছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, সকাল সাড়ে ১১ টায় টিকিট কাউন্টারে বসেন সেই স্টাফ, যিনি ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অন্যান্য স্টাফরা।