ময়নাগুড়ি: সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে নিয়ে কষ্টে দিন যাপন করছে রেলগেট এলাকার বাসিন্দা মদন মন্ডল
ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে রেলগেট এলাকায় ১০০ বছরের বৃদ্ধ বাসিন্দা মদন মন্ডল নিজের চার কন্যা সন্তানের বাবা। কষ্টের মধ্যে তিন কন্যা সন্তানের বিয়ে দিলেও বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন বছর 40 এর সরলা মণ্ডল কে এবং তার স্ত্রী মালা মণ্ডল কে নিয়ে বসবাস করছেন এলাকায়। কিন্তু মদন মন্ডল বলেন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ের শুধু ভাতা এক হাজার টাকা। এবং কয়েক মাস অন্তর ১২ কেজি করে চাল জিয়ার পান। এছাড়া তিনি কোন রকম সরকারি সুবিধা পান না বলে অভিযোগ করেন।