ময়নাগুড়ি: ATM চুরি মামলার রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩ উদ্ধার ১৫ লক্ষ ৪৮০০০ টাকা, এনিয়ে ময়নাগুড়ি থানায় প্রেস মিট করলেন পুলিশ সুপার
বোলবাড়ি এলাকায় এটিএম চুরি মামলার রহস্য উদঘাটন। গ্রেপ্তার তিন উদ্ধার ১৫ লক্ষ আটচল্লিশ হাজার টাকা সহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ময়নাগুড়ি থানায় প্রেস বিবৃতিতে জানালো জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে বৌলবাড়ি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম গ্যাস কাটার দিয়ে ভেঙে চুরি করা হয় ৫৪ লক্ষ টাকা ঘটনার পরই জলপাইগুড়ি জেলা পুলিশ শুরু করে অভিযান।