ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দিল বংশীবদন পন্থী GCPA কর্মী সমর্থকরা
ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দিল বংশী বদন পন্থী জিসিপিএ কর্মী সমর্থকরা। মূলত আজকের ডেপুটেশনের মূল দাবি ছিল অবৈধভাবে ইলেকট্রিক কর্মীরা জিসিপিএ সমর্থিত কর্মী গাঠু রায়ের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিভ্রান্ত করেছিল। এবং যে সময় ইলেকট্রনিক কর্মিরা সাপটিবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারঘরিয়া এলাকার গাঠু রায়ের বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ঐ সময় বাড়ির গৃহকর্তা বাড়িতে ছিলেন না।