ময়নাগুড়ি: বোলবাড়ি এটিএম লুট কান্ডে অভিযুক্তদের জেরা করতে ময়নাগুড়ি থানায় আসলো সিআইডি টিম ও হাওড়া পুলিস কমিশনারেট
বোলবাড়ি এটিএম লুট কান্ডে অভিযুক্তদের জেরা করতে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় আসলো সিআইডি টিম ও হাওড়া পুলিস কমিশনারেট শুক্রবার গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনা ঘটে। ঘটনায় গ্রেপ্তার করা হয় চার দুষ্কৃতী কে উদ্ধার হয় ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা। মঙ্গলবার অভিযুক্তদের জেরা করতে ময়নাগুড়ি থানায় আসে হাওড়া পুলিস কমিশনারেট ও সিআইডি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি সার্কেলের টিম।