হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা পাট তারকেশ্বর হনুমান পরিষদ ধর্মশালাতে হনুমান জয়ন্তীকে সামনে রেখে তারকেশ্বর মন্দির রোড এলাকায় সকাল থেকেই হনুমানজির পূজা পাঠ চলছে। এই পূজা পাঠ সম্বন্ধে তারকেশ্বর হনুমান পরিষদের সেক্রেটারি কি বললেন আমরা শুনে নেব এছাড়াও কলকাতার গড়িয়া থেকে এক ভক্ত তার পোষ্য হনুমানকে নিয়ে প্রথম আসেন তারকেশ্বর ধামে সেই পোষ্যকে রামু বলে ডাকলেই সে সাড়া দেয়।