আমতা ২: আমতার জয়পুরে WAR ROOM পরিদর্শনে করতে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়
Amta 2, Howrah | Nov 29, 2025 হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে WAR ROOM পরিদর্শন করতে এলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ আমতা কেন্দ্র তৃণমূল নেতৃত্ববৃন্দ।WAR ROOM থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিভাবে এস আই আর সম্ভাব্য বিষয় নিয়ে কাজ করবে তা সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।