খাতড়া: খাতড়া ব্লকের রূপারহীড় গ্রামের মাঠে অনুষ্ঠিত হল ৯১তম ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব
খাতড়া ব্লকের রূপারহীড় গ্রামের মাঠে অনুষ্ঠিত হল ৯১তম ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব। রাস পূর্ণিমার দিনকে কেন্দ্র করে একদিনের মেলা, মনিহারি ও খাবারের দোকানে ভিড়। দুপুরে মোরগ লড়াই, বিকেলে গরু খুঁটার উত্তেজনা। সন্ধ্যা নামতেই ধামসা-মাদলের তালে শুরু সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতা—সহরায়, ডান্টা, লাগড়ে, ডাহার, লুহুরী সহ বিভিন্ন নাচে অংশ নিল বিভিন্ন জেলা থেকে আসা দল। রাতভর নাচ-গানে মুখর থাকল উৎসবমাঠ।