মাটিয়ালি: যারা বিজেপি ও সিপিএম করছে তাদের জল দেওয়া হচ্ছে না,মঙ্গলবাড়ি বস্তির ১৯ নং লাইনের বাসিন্দারা অভিযোগ তুললেন,
যারা তৃণমূল করছে শুধুমাত্র তাদেরকেই জল দেওয়া হচ্ছে। অথচ যারা বিজেপি ও সিপিএম করছে তাদের জল দেওয়া হচ্ছে না। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ সাংবাদিকদের সামনে এমনই অভিযোগ তুললেন মঙ্গলবাড়ি বস্তির ১৯ নং লাইনের বাসিন্দারা। তাদের অভিযোগ এখানে কুয়ো থাকলেও জল নেই। তাই ভীষণ জলকষ্ট রয়েছে এই এলাকায়। কিন্তু তারা যেহেতু বিজেপি করেন তাই তাদের জল দেওয়া হচ্ছে না। জলকষ্ট নিয়ে মঙ্গলবাড়ি বস্তির ১৯ নং লাইনের দুই বাসিন্দা কি শুনে নিন।