মাটিয়ালি: বড়দিঘী চা বাগানের টিলাবাড়ি ডিভিশন ওজন লাইনে হাতির তাণ্ডব; ভাঙল বাড়ি, দোকান ও বাইক
মেটেলি ব্লকের বড়দিঘী চা বাগানের টিলাবাড়ি ডিভিশন ওজন লাইনে রীতিমতো তাণ্ডব চালালো হাতি। ভাঙলো দোকানঘর বাড়ি। ক্ষতিগ্রস্ত হলো মোটরবাইক। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রানে বাঁচলেন। রবিবার রাত্রের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় ১২টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে টিলাবাড়ি ওজন লাইন এলাকায়। সোমবার বন কর্মীরা পরিদর্শনে যান ক্ষতিগ্রস্ত বাড়ি।