বাংলা বাঁচাও যাত্রা CPIM পাঁশকুড়া। CPIM পাঁশকুড়া ২ এরিয়া কমিটির উদ্যোগে সোমবার বিকাল ৪ টার সময় পাঁশকুড়া গোবিন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়কৃষ্ণপুর, পশ্চিম নেকড়া,রানীয়াড়া কয়া, মঙ্গলদ্বারী এলাকায় CPIMকর্মীদেরকে নিয়ে এলাকা পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলি, নিতাই সান্নিগ্রাহী, নাজির হোসেন, মনোজ মন্ডল, অরুণ দোলই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।